এত
ঠান্ডা ক্যান রে!!জমে আইসক্রীম হয়ে যাচ্ছি!!তিনটা সুয়েটার,চাদর,মোজা পরে
লেপের মধ্যে ঢুকে আছি তারপরও কাঁপতেছি!!আমার যদি এই অবস্থা হয় তবে
স্টেশনে,রাস্তার পাশে থাকা অসহায় মানুষগুলো যারা ছিড়া পোশাক পড়ে আছে তাদের
কি অবস্থা হচ্ছে!না জানি তারা কতটা কষ্ট পাচ্ছে!হয়ত কোন মা তার ছেড়া আঁচলটা
দিয়ে আদরের বাচ্চাটার শীত নিবারন করার বৃথা চেষ্টা করছে!হয়ত কেউ সামান্য
একটা ছেড়া কাঁথামুড়ি দিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করছে!এই
অসহায় মানুষগুলোর দিকে তাকালে নিজের সব দুঃখ কষ্ট ভূলে যাই!মনে হয় এদের
তুলনায় অনেক ভাল আছি!সুখে আছি!এই অসহায় মানুষগুলোর জন্য কিছু করা
দরকার!কিছু একটা করতে চাই!সব ফ্রেন্ড,বড় ভাইয়া,ছোট ভাই আপুদের পাশে
চাচ্ছি!তোমরা আমার পাশে থাকবেতো?!পুরো বাংলাদেশের সব অসহায় মানুষকে সাহায্য
করাতো সম্ভব নয় কিন্তু আমরা সবাই একত্রিত হয়ে কয়েকজনকেতো সাহায্য করতে
পারবো!কয়েকজনের মুখেতো আমরা চাইলেই হাসি ফোটাতে পারব!কি বলো সবাই??আশা করি
সবাই তাদের মতামত দিবে!
Comments
Post a Comment